এলাকাবাসীর হাতে নাতে অবৈধ সম্পর্ক সন্দেহে ধরা খেলেন ফরিদপুর জেলার সালতা উপজেলার সোনাপুর ইউনিয়নের মমিনুল ও হেলেনা নামের দুই যুবক যুবতী গত কাল রাত্র ১০ টায় কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের দরী পদ্মবিলা গ্রামের এক বাড়িতে এলাকাবাসীর হাতে নাতে মুমিনুল (২৩) ও হেলেনা (২০) নামে দুই জন কে অবৈধ সম্পর্ক সন্দেহে এক ঘরে অবস্থান রত অবস্তায় আটক করে।
ঘটনার কিছু সময় পর কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের কিছু সাংবাদিক ও প্রেশ ক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি সহ ঘটনা স্থনে উপস্তিত হন।
এ সময় আটক কৃত বাড়ির অভিভাবক ও ঘটনার সাথে সমপৃপ্ত মুমিনুল ও হেলেনা সত্যতা শিকার করেন। উপস্তিত এলাকাবাসী ও সাংবাদিক গন প্রসাশন ও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যন এবং উভয় পক্ষের অভিভাবকদের অবহিত করেন পরবর্তিতে মুমিনুলের বড়ো ভাই আমির হামজা (২৮) সোনাপুর ইউনিয়ন রাংগাদিয়া গ্রাম থেকে ছুটে এসে বলেন/ আমি ছেলে এবং মেয়ে উভয়ের অভিভাবক হিসাবে এসেছি। উপস্তিত সকলের সমমতি ক্রমে দুজনের বিবাহ করানোর শর্তে গ্রাম বাসী আমির হামজার হাতে দুজনকে তুলে দেন
সূত্র ইবাদুল রানা সদস্য কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম বঙ্গটিভি