টুঙ্গিপাড়া প্রতিনিধঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা। ৬০ এর দশকে পল্লীপূর্ত কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করলেও সময়ের পরিক্রমায় এর পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সীমানায় রয়েছে এলজিইডির বিশাল কর্মযজ্ঞ। পল্লি অঞ্চলের সড়ক যোগাযোগ এবং হাট-বাজার উন্নয়নের মাধ্যমে গ্রামীণ সামাজিক ও অর্থনীতিকে গতিশীল করতে এলজিইডি যে অবদান রেখেছে তা আজ দৃশ্যমান।
দেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অর্জনে এসব অবকাঠামোর অবদান অপরিসীম। মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে পল্লির এসব অবকাঠামো ব্যাপক ভূমিকা রাখছে। আজ রবিবার(২১-০৬-২০২০) সকাল দশটায় দক্ষিণ বাশুরিয়া আইয়ুব মিয়ার বাড়ির জামে মসজিদ হইতে উত্তরপাড়া জামে মসজিদ পর্যন্ত বিসি রাস্তা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ( এলজিইডি) টুংগীপাড়া কতৃক আয়োজিত জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প এর আওতায় করোনাভাইরাস কভিট ১৯ সংক্রমণ প্রতিরোধে ৩৫ জন LCS সদস্যদের (হতদরিদ্র নারী) মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক, গ্লাভস্ এ্যপ্রোন ও হান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছারাও কুশলী, গোপালপুর, পাটগাতী ইউনিয়ন সহ অত্র টুঙ্গিপাড়া উপজেলায় সর্বমোট ১০০ জন হতদরিদ্র সুবিধা বঞ্চিত LCS দেরকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার প্রকৌশলী জনাব মোঃ ফয়সাল আহমেদ-(এলজিইডি), এলসি এস কনসালটেন্ট উম্মে রুমানা- সিআরআরআইপি- এলজিইডি। মোঃ মিজানুর রহমান-কমিউনিটি অর্গানাইজার এলজিইডি। জয় কুমার দত্ত – সার্ভে সহকারী এছাড়াও অত্র ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন সামাজিক দুরত্য বজায় বজায় রেখে উপস্থিত ছিলেন ।