কাশিয়ানীতে জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এম এ খায়ের মিয়ার পারিবারিক উদ্যোগে অসহায় ২৫৫ হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা হিসাবে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এম এ খায়ের মিয়ার বাগান বাড়িতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান মিয়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব শহিদুল খন্দকার, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন আনু সাবেক ইউপি সদস্য ফিরোজ সমাদ্দার বাদল জিসি পাইলটের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সিরাজুল আলম বাবলু,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ এবং এলাকার সুধীজন এ সময় এম এ খায়ের মিয়ার পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এম এ খায়ের মিয়া এ সময় মাননীয় প্রধানমন্ত্রী এবং সাংসদ মুহাম্মদ ফারুক খান ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এর জন্য সকলের কাছে দোয়া চান। দোয়া চান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর জন্য।