সম্পর্ক বাঁচানোর প্রয়োজনেই সম্পর্ক ছেড়ে আসতে হয়।
স্বাধীনতা দেবার নিমিত্তেই একসময় সম্পর্কে থাকা মানুষের সাথে যুদ্ধের ঘোষণা করতে হয়।
নিজের আত্নসম্মানের লড়াইয়ে জয়ী হতেই একসময় শেঁকল ভেঙে বেড়িয়ে পরতে হয়।
প্রশ্নের বানে ধরাশায়ী করতে হয়,হতে হয় ক্ষতবিক্ষত।
নিজের জন্য , নিজের সম্মানের জন্য লড়াই করতে না জানলে সম্পর্কই একসময় পায়ে পিষ্ট করে পদদলিত করে ফেলে।
নিজের জন্য , নিজের সম্মানের জন্য লড়াই করতে না জানলে সম্পর্কই একসময় পায়ে পিষ্ট করে পদদলিত করে ফেলে।
নিজের বাঁচবার তাগিদে কখনো নত হলে মানুষ ই আপনাকে খাবলে ছিড়ে খাবে।
আগুনে ঝলসে তেতে উঠবে নতুন ভোজের আশায়।
আপনাকে অন্যের ভোজন হওয়া থেকে রক্ষার জন্য রণক্ষেত্রে বীর বেশে হাঁটতে হবে।
প্রস্তরঘাতে যখন ক্ষত বিক্ষত হবেন তখন থেমে থাকলে চলবে না।
বাঁচতে হবে নিজের জন্য।
সর্বাগ্রে আপনি। এই সত্য মাথায় নিয়ে এগিয়ে যেতে হবে প্রতি মুহুর্ত।
মনে রাখবেন আপনি কখনো নত হবার নন।
আগুনে ঝলসে তেতে উঠবে নতুন ভোজের আশায়।
আপনাকে অন্যের ভোজন হওয়া থেকে রক্ষার জন্য রণক্ষেত্রে বীর বেশে হাঁটতে হবে।
প্রস্তরঘাতে যখন ক্ষত বিক্ষত হবেন তখন থেমে থাকলে চলবে না।
বাঁচতে হবে নিজের জন্য।
সর্বাগ্রে আপনি। এই সত্য মাথায় নিয়ে এগিয়ে যেতে হবে প্রতি মুহুর্ত।
মনে রাখবেন আপনি কখনো নত হবার নন।