এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
আজ থেকে থেকে সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে, আবেদন গ্রহণ, বাছাই, মাইগ্রেশনসহ অন্যান্য ধাপ শেষ হয়েছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরু হবে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস। এ লক্ষ্যে ১লা অক্টোবর বাজারে এই ক্লাসের পাঠ্যবই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে স্বাভাবিক ক্লাস শুরু হবে।
এবার মোট তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করে। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।
এর আগে চলমান করোনা পরিস্থিতির কারণে গত ৯ই আগস্ট সকাল ৭টায় অনলাইনে শুরু হয় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। চলে ২০ই আগস্ট পর্যন্ত।