একটি শোক সংবাদ। আজ শনিবার টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকহনিয়া নিবাসী মানুষ গড়ার কারিগর জনাব মোঃ ইউসুফ শেখ (ইউসুফ মাষ্টার ) আজ রাত ৯ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৪ বছর। পুরো টুঙ্গিপাড়াবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য- শতশত শিক্ষার্থীদের সুশিক্ষা দানে বিশেষ অবদান রেখেছিলেন তিনি ।
তাছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচীতে তার অংশগ্রহণ যেন কর্মসূচী বাস্তবায়নের ক্ষেত্রে চির স্বরণীয়।
এছাড়াও ধর্মীয় দ্বিনী দাওয়াত ও তাবলীগ এর কাজে তার অংশগ্রহণ যথার্থ। তিনি দাওয়াত ও তাবলীগের থানা ভিত্তিক টুঙ্গিপাড়া থানার জিম্মাদার ছিলেন।
দৈনিক শত বর্ষের পক্ষ থেকে তার এই অকাল মৃত্যুতে জানাই বিনম্র শ্রদ্ধা।কামনা করছি বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।