শনিবার বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সানুহার বন্দরের পার্শ্ববর্তী একটি ব্রীজের উপর থেকে উজিরপুর মডেল থানার চৌকস পুলিশ অফিসার এসআই মাহাবুব হোসেন, মাহফুজুর রহমান, এএসআই বাশার, মহিউদ্দিন মিলে একদল পুলিশের ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে ১৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের সেকেন্দার আলির ছেলে সাইফুল ইসলাম সরদার (৩৫) ও উত্তর মোড়াকাঠী গ্রামের এসকান্দার আলি হাওলাদারের ছেলে, মিরাজ হাওলাদার (৪০)। তাদেরকে গ্রেফতার করায় এলাকাবাসী উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানসহ এসআই মাহাবুব হোসেন, মাহফুজুর রহমানকে সাধুবাদ জানিয়েছে।
সূত্র: ক্রাইম নিউজ