করোনার এই মহামারি পরিস্থিতিতে আজ সারাবিশ্ব অন্ধকারাচ্ছন্ন। সর্বনাশা করোনার কঠিন পরিস্থিতি বাংলাদেশকেও রেহাই দেইনি। তারই আলোকে করোনার এই মহামারি পরিস্থিতি মোকাবেলা করার জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। জননেত্রীর নির্দেশক্রমে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ দ্বীন ইসলাম মোল্লা ঈদের জামায়াতের মুসল্লীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া জামে মসজিদে প্রত্যেকের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মুখে মাস্ক পরিয়ে মসজিদে প্রবেশ করান। পরবর্তীতে প্রত্যেক দোকানে দোকানে ও পরে গ্রাম বাসীদের মাঝে প্রায় ৫০০ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।এছাড়াও তিনি টুঙ্গিপাড়া উপজেলার ৫নং ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক তালুকদারের সহযোগীতায় সরকারের ত্রান-সাহায্য প্রদান কার্যক্রমে অশংগ্রহন করেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ দ্বীন ইসলাম মোল্লা বলেন, করোনার এই ক্লান্তি লগ্নে আমরা বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সর্বদা মানুষের পাশে আছি।