ইয়াবা ও গাঁজা সহ আটক বোরহানউদ্দিনের জ্বীনের বাদশা

স্টাফ রিপোর্টারঃ বোরহানউদ্দিনের অপরাধ জগতের ডন, মাদক ব্যবসায়ী জ্বীনের বাদশা আজাদকে গ্রেফতার করা হয়েছে। আজাদ বোরহানউদ্দিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নামে পরিচিত । বোরহানউদ্দিনের মাদক সম্রাট ও অসংখ্য মাদক মামলার এজাহারভুক্ত আসামী জ্বীনের বাদশা আজাদ দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অত্র এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে জ্বীনের বাদশা আজাদ হাওলাদারকে বিপুল ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার হয়। শনিবার গভীর রাতে পরিচালিত ওই অভিযানে আজাদকে কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাটবাজার থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আজাদ ফুলকাচিয়া ৫ নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেন এর ছেলে। শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার, লালমোহন সার্কেল জনাব, মোঃ রাসেলুর রহমান, এর উপস্থিতিতে এসআই মোঃ রেজাউল করিম, সংগীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় কাচিয়া ইউনিয়নের কুঞ্জের হাট এলাকার উল্লেখিত স্থানে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় আজাদ হাওলাদার নামক জ্বীনের বাদশাকে গ্রেফতার করা হয়। পরে তার অফিসে তল্লাশী চালিয়ে ৫১ পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এলাকাবাসী জানায়,গ্রেফতারকৃত আজাদ একজন জ্বীনের বাদশা।প্রতারণামূলক এ ব্যবসার মাধ্যমে সে অনেককে নিঃস্ব করেছেন।তার রয়েছে বিশাল বাহিনী ।

ইতিপূর্বে সে ,ডিবি পুলিশের অভিযানে একাধিকবার গ্রেফতার হয়েছে।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মুু,এনামুল হক জানান,আজাদ অপরাধ জগতের একজন ডন।জ্বীনের বাদশা আজাদ একজন মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট আছে। সভ্যতার এই আধুনিক যুগে মাদকাসক্তি কালসাপ রূপ ধারণ করেছে। এর ছোবলে হারিয়ে যাচ্ছে অজস্ত্র তরুণ-তরুণীর সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ। এর প্রভাব বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে।

এটি প্রতিরোধের ব্যবস্থা না করলে মাদকের অতল গর্ভে হারিয়ে যাবে আমাদের দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *