আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে কাউন্সিল পদে ৪নাম্বার ওয়ার্ডে মাফির উঠান বৈঠকে জোঃপাড়ায় শত শত মহিলার ঢল।

 মাফি কে টেবিল ল্যাম্প মার্কায় উঠোন বৈঠান কে চার নাম্বার ওয়ার্ডে জোঃ পাড়ায় টেবিল ল্যাম্প মার্কায় ভোট দিয়ে এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে আসবে।

তাই সকল ভেদাভেদ ভুলে একজন গরীব অসহায় মানুষের পাশে যাকে সব সময় পাওয়া যায়। সে আমাদের মাফি ভাই, তাই আমরা সবাই মাফির মত একজন ভালো ছেলে সৎ ছেলে হিসেবে আমার এলাকার টানে কাউন্সিলর পদে মাফি কে সমর্থন সহ ভোট দেওয়ার অঙ্গীকার করলাম।

এলাকা বাসি আরও বলেন আমরা এত দিন ভুল পথে চলে ছিলাম, কিন্তু আজ আমাদের চোখ খুলে দিয়েছে, চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে কাউন্সিলর পদে মাফিজুর রহমান মাফির উঠান বৈঠকে।

জোঃ পাড়ায় পুকুর পারে আজ বৈকাল সাড়ে তিনটার সময় এই নির্বাচনে কাউন্সিল পদে টেবিল ল্যাম্প মার্কার বিজয় অর্জন করার জন্য, ৪নাম্বার ওয়ার্ডে টেবিল ল্যাম্প মার্কার বিজয় অর্জন করে মাফি ভায়ের টেবিল ল্যাম্প মার্কায় একজন যোগ্য ছেলে পৌর কাউন্সিলর হলে। আমরা সবাই তাকে কাছে পাওয়া যাবে। জোঃ পাড়ার পক্ষে উঠান বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে,এলাকার মুরুব্বিসহ এলাকার শত শত মহিলার ঢল।

আজকের নির্বাচন উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ছাত্র লীগ নেতা শিমুল, সহ মাফির সমর্থন বৃন্দ এই উঠান বৈঠকে অনুষ্ঠান পরিচালনা করেন লাভলু ও জোঃ পাড়ার এলাকার সচেতন মহল। সাধারণ মানুষ আর ও বলে মাফি কে টেবিল ল্যাম্প মার্কা বিজয় অর্জন করার সিদ্ধান্ত নেন।

 

উঠান বৈঠক বক্তৃতা বলেন ৪নাম্বার ওয়ার্ডে যে চার জন কাউন্সিলর প্রার্থী নির্বাচন করছে। তাদের মধ্যে সব চেয়ে প্রিয়ও মুখ আজকের তরুন প্রজন্মের নয়নের মণি ও অসহায় গরীব মানুষের পাশে সব সময় মাফি কে পাওয়া যায়।

 

তাই সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই মাফির টেবিল ল্যাম্প মার্কায় ভোট দিয়ে জয়ের মালা উপহার দিতে চাই। এবারের পৌর নির্বাচনে কাউন্সিল পদে মাফি কে আমরা গভীর ভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে টেবিল ল্যাম্প মার্কার বিজয় করবো এই আশা ব্যাক্ত করেন এলাকা বাসি।সর্বশেষ মাফি বলেন আমি আপনাদের সন্তান ও কারও ছোট্ট ভাই। তাই আমি যদি মনের অজান্তে আপনাদের কাছে ভুল করে থাকি, সেটা ভুলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি আপনাদের পাশে ছিলাম এখনও থাকবো,আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পান। সন্তান বা ছোট্ট ভাই হিসেবে ক্ষমা চোখে দেখবেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *