মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের মধ্যে একটি হচ্ছে ঈদ -উল আযহা বা কুরবানীর ঈদ। এটি আরবি জিলহজ্ব মাসের ১৫ তারিখে উৎযাপিত হয়। নানা আয়োজনে পালিত হয় এ দিনটি। এ বছর জিলহজ্ব মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
তবে নেই অন্য বছরের মত চাঞ্চল্যতা আর জাকঁজমক পূর্ণ আয়োজন। প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতায় থমকে গেছে গোটা বিশ্ব। কেড়ে নিয়েছে মানুষের সকল সুখ। ঈদ- উল ফিতরের মত ঈদ-উল আযহার নামাজ মসজিদে পড়তে পারবে, তবে কোলাকুলি, হ্যান্ডশেক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। করোনা বিস্তাররোধে সব সরকারি/বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।