ঢাকা টাংগাইল গাজীপুর মানিকগঞ্জ জেলার হাইওয়ে রোড সংলগ্ন সরকারী জায়গায় গড়ে উঠেছে বিভিন্ন বানিজ্যক প্রতিষ্ঠান। এখানে গরিব অসহায় সহ ধনি ব্যাক্তিদের চলছে হরেক রকেমর ব্যবসা । জনগনের চলাচলের রাস্তা বন্ধ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলার রুপকার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন এবং জনগনের সার্বিক সমস্যার সমাধান করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য নির্দেশ প্রেরন করেন। সেই নির্দশনা অনুযায়ী প্রশাসনে কঠোর ভূমিকা রেখেযাচ্ছেন। ০৩/০৯/২০২০বৃহস্পতি বার সকালে আশুলিয়ার পূরাতন ইপিজেট সংলগ্নে উচ্ছেদ অভিযান চালিয়ে রোড ক্লীন করতে দেখা যায়।সকালে উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দিচ্ছেন অবৈধ স্থাপনা।বিকালে একই জায়গায় কারো ছত্রছায়ায় গড়ে তুলতে দেখা যায় বানিজ্যিক প্রতিষ্ঠান। ভেঙে গুড়িয়ে দিচ্ছেন নুন আনতে পান্তা ফুরায় অসহায় কলার দোকান।ভেঙে গুড়িয়ে দিচ্ছেন সহায় সম্বলহীন প্রতিবন্ধীদের পানের দোকান।ভেঙে গুড়িয়ে দিচ্ছেন হতদরিদ্র মোমেনার পিঠা বিক্রয়ের তাম্বু।কিন্তুু ধরাছোয়ার বাহিরে থেকে যাচ্ছেন রাঘব বোয়ালদের বড় বড় আস্থানা। এক ধরনের কুচক্রী মহলে দোকান প্রতি তাম্বু প্রতি টাকা নিয়ে সকালে ভাঙা দোকানগুলো বিকালে আবার সংস্করন করার সহযোগিতা করে যাচ্ছেন।সাধারন ও,সচেতন মহলে বলেন প্রশাসনে পারেনা এমন কিছু নেই।প্রশাসন বসতে না দিলে কারো বসার সাধ্য নাই।কেন ভেঙে দিচ্ছেন আবার কেনই বা গড়ছেন এটাও একটা দেশের ক্ষতি বলে মনে করেন জনসাধারনে।মুহুর মহুর ভাঙ্গা আবার মুহুর মুহুর গড়া এটা একটা চমৎকারিত্বই বটে।অনেকটা দেখা যায় সিনেমার সুটিং চলছে। অন্যদিকে রাস্তার অর্ধেক জায়গা জুড়ে বসে আছেন বাস মিনি বাস। আশুলিয়া থানার পূরাতন রপ্তানি ইপিজেড ওভার ব্রীজ সংলগ্ন আলিফ মোহনা বাসে রাস্তা দখল করে নিলেও তাদের কে বহাল তবিয়তে থাকতে দিচ্ছেন।অতচ গরিব দিন মুজুর রিকসা ভ্যান চালকেরা রাস্তায় এক মিনিট দাঁড়ালেই দিতে হয় মোটা অংকের জরিমানা। রাস্তায় জনগণের হেঁটে চলাচলের ব্যবস্থা প্রসস্থ করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রাস্তা দখল করে রাখা গাড়িগুলো।অতিদ্রুত সম্প্রসারনের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তার নিকট সাধারন মানুষের আকুলআবেদন।ইপিজেড সংলগ্ন ওভার ব্রীজের এ পাশে ও পাশের গাড়িগুলো অনতিবিলম্বে সম্প্রসারিত করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।।