আশুলিয়া থানা কৃষক লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন
আশুলিয়া থানায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেন থানা কৃষক লীগের নেতৃবৃন্দ। ১৭-০৮-২০২০ সোমবার ঘোড়াপীর মাজার আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেন। এতিম শিশু ও দুঃস্থদের মাঝে বিভিন্ন ফল-ফলাদি ও ফলজ বৃক্ষ বিতরণ করেন বলে জানা যায়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.কৃষিবিদ সমীর চন্দ্র বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট উম্মে কুমকুম স্মৃতি এমপি সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ।উক্ত অনুষ্ঠানে আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি মহসিন করিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফিরোজ কবীর সহ-সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোঃ শাহাদাত হোসেন খান ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ। বিশ্বনাথ সরকার রিন্টু।মোঃ আবুল হোসেন।সৈয়দ মনিরুজ্জামান শরীফ।মোঃ সাইফুল ইসলাম চেয়ারম্যান স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ।
উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সহ উপস্থিত ছিলেন থানা কৃষকলীগের সহ-সভাপতি মোহাম্মদ হযরত আলী আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সাধারণ জনতা। প্রধান অতিথি ও প্রধান বক্তার উপস্থিত বক্তব্যএ বন্যাদুর্গতর জন্য বাংলাদেশ কৃষকের দুর্দশার কথা বলেন।কৃষকদের জন্য বাংলাদেশ সরকারের সকল রকম সহযোগিতা দেওয়ার আশ্বস্ত করেন।কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান মুখে রেখে।১৫ ই আগস্ট সকল শহীদদের জন দোয়া ও মোনাজাত শেষে তাবারুকের বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।