আশুলিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ কর্মী।

শাহাদাৎ হোসেন সরকার আশুলিয়ায় প়ুর্ব শত্রুতার জের ধরে শামিউর রহমান শামীম (২০) নামের এক ছাত্রলীগ কর্মীকে দলবদ্ধ হয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ । এঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বাবা। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আশুলিয়ার ভাদাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শামীম ভাদাইল মোর এলাকার নাসিরের ছেলে। সে স্থানীয় এ ই আর স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। অভিযুক্তরা হলেন, ভাদাইল এলাকার কাঠালতলা মোড়ের জামাল মাদবরের ছেলে ইয়াবা, সাইফুল সিকদার (৩৮)নামে পরিচিত ও মাসুদ সিকদার (৩২), ইদ্রিস আলীর ছেলে সুমন (২৭), ভাদাইল দক্ষিণপাড়া এলাকার হিরা (২৭), মহর (২০), নাহিদ (৩০) ও সৌরভ (৩০)। অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বন্ধু খলিলের সাথে ভাদাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন শামীম। এসময় ভাদাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌছলে আগে থেকে ওঁত পেতে থাকা সাইফুল ইসলাম দলবলসহ তাদের রিকশার গতিরোধ করে রিকশা থেকে টেনে হিচড়ে নামায়। পরে রাম দা, চাপাতি, লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক মারধর করে। শামীম গুরুতর আহত হলে তার চাচা উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার আশঙ্কাজনক অবস্থা হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। শামীমের মাথায় প্রায় গুরুতর জখম হয়ে প্রচুর রক্তপাত হয়। পরে মিথ্যা ভাবে চোর অপবাদ দিয়ে বিভিন্ন ফেসবুক আইডিতে বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হয়। এবিষয়ে ২৫/০৮/২০ইং তারিখ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর বাবা। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এস আই)সামিউল ইসলাম বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *