আশুলিয়ায় দলের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন চেয়ারম্যান সাহাব উদ্দিনের নামে।জামাত-শিবিরের একাধিক মামলার আসামি 2013 সালের সহিংসতার তাণ্ডবকারী বিরোধীদলের কুচক্রী মহলেরা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়াছেন যেটা আদেও সত্য নয়। রাজু আহমেদ এর নিকট শাহাবউদ্দিন চেয়ারম্যান ধার চেয়েছেন এমন মিথ্যা বানোয়াট কাল্পনিক কাহিনী তৈরি করাকে আশুলিয়া ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধরাও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাভার-আশুলিয়ার অগণিত গণমাধ্যমকর্মীদের তদন্ত পর্যবেক্ষণে সাধারন জনগনে বলেন।শাহাবউদ্দিন চেয়ারম্যানের নামে রাজনৈতিক প্রতিপক্ষ ও জামাত-শিবিরের কুচক্রী মহলেরা দলের ভাবমূর্তি নষ্ট করতে রাজু আহমেদকে দাবার ঘুঁটি সাজিয়ে মাস্টার প্ল্যান তৈরি করেছেন বলে মনে করি।গণমাধ্যমকর্মীরা সত্যতা নিশ্চিত করেন চেয়ারম্যান সাহাবউদ্দিনকে হেওপ্রতিপন্ন করার জন্য চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর বলেন কুচক্রী মহলেরা আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।ষড়যন্ত্রকারীরা যতই অপকৌশল অবলম্বন করুক না কেন।আমি আমার দায়িত্ব থেকে বিন্দুমাত্র পিছপা হব না।আমি জীবিত থাকতে দলের গায়ে কোন কাদা পানি লাগতে দেব না।আমি নয় জনগণ এর জবাব দেবে।মিথ্যার বেড়াজাল ছিন্ন করে সত্যের জয় জয়াকার নিশ্চিত করবে সাধারণ জনগণ। মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে সঠিক তদন্ত পর্যবেক্ষণ করে কুচক্রী মহলের দুষ্কৃতীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি।।