আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিনকে নিয়ে।মিথ্যা চক্রান্তের জাল ফেলছেন কুচক্রী মহলেরা।একের পর এক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক কাহিনীর অবতরণ ঘটাইয়া।হেও প্রতিপন্ন করেই চলেছেন।দালালের দৌরাত্ম্যে গ্রাস করে ফেলেছেন আশুলিয়া ইউনিয়ন। রাজনৈতিক প্রতিপক্ষ ও জামাত-শিবিরের একাধিক মামলার আসামিরা।আগামী ইউনিয়ন নির্বাচনকে উপলক্ষ করে।দলীয় প্রভাব বিস্তারে বাধা দেওয়ার জন্য।মাননীয় সরকার মহোদয়ের ভাবমূর্তি নষ্ট করতে।হীন মনুষ্যত্বের লোকদেরকে দিয়ে।সম্পূর্ণ মিথ্যা দিয়ে সাজিয়ে।একের পর এক নাটক উপস্থাপন করছেন।এটাকে পুঁজি করে এক শ্রেণীর লোকে রঙেঢঙে সাজিয়ে সংবাদ প্রকাশ করছেন যা আদৌ সত্য নয়। এ ব্যাপারে চেয়ারম্যান সাহাবউদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন।কুচক্রী মহলেরা একের পর এক বিভিন্ন অপকৌশল অবলম্বন করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছেন।যতই অপকৌশল অবলম্বন করুক না কেন।আমি আমার দায়িত্ব থেকে বিন্দুমাত্র পিছপা হব না।উন্নয়নের বাঁধা রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধীদলের মদদদাতাদের।মনবাসনা কখনো পূরণ হবে না।আমাকে টেলিফোন করে পাওয়া যায় নাই। আমার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। এ ধরনের মিথ্যা কথাগুলো সংবাদমাধ্যমে প্রকাশ হয় এটা বড় দুঃখজনক। আশুলিয়া ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের দাবি।মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা উত্থাপন করে।যারা একের পর এক দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য।মাস্টার প্ল্যান তৈরি করছেন।অনতিবিলম্বে সকল বিষয়ে চূড়ান্ত তদন্ত পর্যবেক্ষণ করে।প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় এনে।দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য।প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।