ফারহান লাবিব, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
আজ ১২ ই জুলাই রবিবার শেখ পরিবারের গর্বিত সন্তান খান সাহেব শেখ মোশাররফ হোসেন এর ২৯ তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আজ সকালে তার প্রতিষ্ঠাত টুঙ্গিপাড়ার আদর্শ বিদ্যাপিঠ খান সাহেব শেখ মোশাররফ হোসেনে স্কুল এন্ড কলেজে খতমে কুরআন এবং তিনি ও তার পরিবারস্থ মৃত্যু সকল ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে দোয়ার অনুষ্ঠান হয়।
এসময় সেখানে স্কুল কমিটির প্রবীণ সদস্য গণ, হাফেজে কুরআন সহ সকল শিক্ষক শিক্ষকা মন্ডলি উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং খান সাহেব শেখ মোশাররফ হোসেন সহ শেখ পরিবারের সকল মৃত্যু ব্যক্তির মাগফিরাত কমান এবং জীবিত সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা সহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন খান সাহেব শেখ মোশাররফ হোসেনে স্কুল এন্ড কলেজের সুনাম ধন্য প্রধান শিক্ষক শেখ মোঃ আকরামুজ্জান।
সাবেক পার্লামেনটারিয়ান প্রয়াত খান সাহেব শেখ মোশাররফ হোসেন,
১৯৪৬ সালে বৃটিশ সরকার তাকে ‘খান সাহেব’ উপাধিতে ভূষিত করেন।
১৯৫৯ পূর্ব পাকিস্তানের গভর্নরের উপদেষ্টা নিযুক্ত হন।
১৯৬৩ সালে পাকিস্তান সরকার কতৃক ‘তমগাই কায়েদ আজম’ খেতাব পান।
১৯৬৫ জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
১৯৭০ আওয়ামীলীগের মনোনয়নে গোপালগঞ্জ থেকে প্রাদেশিক পরিষদ সদস্য হন।
১৯৭২ সালে স্বাধীনতাত্তোর নির্বাচনে গণ পরিষদের সদস্য নির্বাচিত হন।
টুঙ্গিপাড়া উপজেলার প্রাচীন বিদ্যানিকেতন জি,টি মাধ্যমিক স্কুল তার পৃষ্ঠপোষকতায় স্থাপিত হয়।
এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ছিলেন।
খান সাহেব শেখ মোশাররফ হোসেন মৃত্যুকালে ৭ ছেলে এবং ৪ মেয়ে সহ নাতি নাতনি রেখে গেছেন।
সৎ, নির্ভীক ,জন দরদি, মানব সেবায় নিবেদিত প্রান, ক্রমবর্ধমান সকল গুনে গুনান্নিত এই মানুষটির মৃত্যুবার্ষীকিতে দৈনিক শতবর্ষের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।