আজ ৪ জুলাই টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত হয় শেখ ফিরোজ আহমেদ ফুটবল টুর্নামেন্ট-২০২০। চার দলীয় এ খেলায় প্রথম স্থান অধিকার করেন প্রাণ বাগিচা একাদশ 1, এবং দ্বিতীয় স্থান অধিকার করেন প্রাণ বাগিচা একাদশ ২। চুড়ান্ত ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন প্রাণ বাগিচা একাদশ এক (দ্বীপ সাহা)। এবং প্রাণ বাগিচা একাদশ দুইয়ের অধিনায়কের দায়িত্ব পালন করেন( মুলতান মোল্লা)। ১-৩ গোলের মধ্য দিয়ে প্রথম স্থান অধিকার করেন প্রাণ বাগিচা ১। উক্ত খেলায় উপস্থিত ছিলেন জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শেখ ফিরোজ আহমেদ আরো উপস্থিত ছিলেন জি.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।