কোটালীপাড়া প্রতিনিধি :
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মােহাম্মদ নাসিম এবং ধর্মপ্রতিমন্ত্রী শেখ মােহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে গােপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছে । এ উপলক্ষে আজ রবিবার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হােসেন শেখ স্থানীয় সংবাদ মাধ্যম কর্মীদের ডেকে শােক প্রকাশ করেন এবং এই দুই বরণ্য রাজনৈতিক ব্যক্তির শােকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
আয়নাল হােসেন শেখ বলেন , আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মােহাম্মদ নাসিম এবং ধর্মপ্রতিমন্ত্রী শেখ মােহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযােগি সংগঠনের নেতা – কর্মীরা গভীর ভাবে মর্মাহত ও শােকাহত । এই দুই মহান নেতার মৃতুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে । আমরা দলের পক্ষ থেকে এই দুই মহান নেতার আত্মার শান্তি কামনা করছি । এছাড়াও কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী মাে : কামাল হােসেন শেখ বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মােহাম্মদ নাসিম ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মােহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন ।