এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম গুরুতর অসুস্থ। পরিবারের বাইরের কাউকে এখনো ঠিকমতো চিনতে পারছেন না। চোখে সবকিছু ঝাপসা দেখছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অভিনেত্রী আনোয়ারার এমন পরিস্থিতি হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় এই অভিনয়শিল্পীকে। টানা ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর দুই দিন আগে তাকে বাসায় আনা হয়।
আনোয়ারার মেয়ে রুমানা ইসলাম মুক্তি জানান, ‘কয়েকদিন আগে আম্মার ব্রেন স্ট্রোক হয়। তখন থেকেই এ সমস্যা দেখা দেয়। আমাকেও চিনতে পারতেন না। তবে আল্লাহর রহমতে এখন একটু ভালো। এখন বাসায়ই চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন, ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।’
এদিকে, চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ারাকে আজীবন সম্মাননা দিচ্ছে রাষ্ট্র। আগামীকাল বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এর আসর। সেখান থেকে এই পুরস্কার নেওয়ার কথা ছিল তার। তবে শারীরিক অসুস্থতার কারণে সশরীরে পুরস্কারটি নিতে পারছেন না তিনি, জানান তার মেয়ে মুক্তি। তার হয়ে পুরস্কার গ্রহণ করবেন মেয়ে মুক্তি।