অনেক প্রতিক্ষার পর আসছে সাইদুরের মৌলিক গান দুঃখ আমার বসত বাড়ি

বিনোদন প্রতিবেদক: গানের প্রতি ভালোবাসা থেকেই গান গাওয়া। ছোট বেলা থেকেই গান গেয়ে আসছে সাইদুর ইসলাম। তার পুরো নাম মোঃ সাইদুর ইসলাম (সাহীদ হাসান)। বগুড়ার ছেলে সাইদুর গান কে ভালোবেসে হৃদয়ে লালন করে একজন শিল্পী হয়ে দেশ ও দশের জন্য কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে বহু বছর। একজন শিল্পী হওয়া অতটা সহজ নয়। করতে হয় সাধনা, তারপর ও সাইদুরের গানের পথ টা ততটা সহজ ছিলনা। সামাজিক,পারিবারিক,আর্থিক সকল সমস্যা কে উপেক্ষা করে এগিয়ে চলেছে সাইদুর।আজ কিছুটা সফল বলেই মনে করছেন তিনি।ইতিমধ্যেই তিনি ‘দুঃখ আমার বসত বাড়ি’ শিরোনামে একটি মৌলিক গানের রেকর্ড সম্পন্ন করেছেন।এটা সাইদুরের প্রথম মৌলিক গান।

এই বিষয়ে সাইদুর বলেন, ‘আমার স্বপ্ন পুরন হয়েছে।আমার ইচ্ছে ছিল আমার একটি মৌলিক গান আমক গাইব।আজ তা হয়েছে। এতদিন অনেক শিল্পীর গান আমি গেয়েছি, আজ নিজের মৌলিক গান গাইতে পেরে আমি খুবই আনন্দিত।আমি ধন্যবাদ তাদের যারা আমার এই পথচলায় সাহায্য ও সহযোগীতা করেছেন,আপনাদের সহযোগীতা না পেলে হয়ত আমার মৌলিক গান আজ রেকর্ড হতনা।আমি দর্শক শ্রোতাদের উদ্দ্যেশ্যে বলতে চাই আপনারা আমার গানের একমাত্র বিচারক,আপনারা আমাকে শিল্পী বানানোর একমাত্র কারীগর,আমি গান টা ভালো গাইবার চেষ্টা করেছি।বাকীটা বিচারের ভার আপনাদের হাতে দিলাম।’ সাইদুর ইসলামের তথ্যমতে গানটি লিখেছেন গীতিকার তমিজ খান। সুর ও মিউজিক করেছেন আলামিন খান। ‘দুঃখ আমার বসত বাড়ি’ গানটি প্রযোজনা করছে তরুন বাংলা টিভি। খুব শীঘ্রই গানটির মিউজিক ভিডিও এর দৃশ্যধারনের কাজ শুরু হবে। গানটি তরুন বাংলা টিভি তে রিলিজ দেয়া হবে বলে শিল্পী সূত্রে জানা যায়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *